
নীলফামারী জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে হাফেজ শিশুদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ হলরুমে জেলা সদরের ইটাখোলা বসুনিয়াপাড়া দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ শিশুদের মাঝে উপহার হিসেবে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপ-সহকারী প্রকৌশলী রেজাউল করিম, হিসাব রক্ষক আজিজুল ইসলাম প্রমুখ।
এদিকে কোমলমতি হাফেজ শিশুরা পবিত্র কোরআন উপহার হিসেবে পেয়ে আনন্দিত হাফেজ শিক্ষকসহ হাফেজ শিশু শিক্ষার্থীরা।
ওশিন