জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “গাইবান্ধা প্রিমিয়ার লীগ ২০২১-২২” এর শুভ উদ্বোধন

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “গাইবান্ধা প্রিমিয়ার লীগ ২০২১-২২” এর শুভ উদ্বোধন

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “গাইবান্ধা প্রিমিয়ার লীগ ২০২১-২২” এর শুভ উদ্বোধন

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে “গাইবান্ধা প্রিমিয়ার লীগ ২০২১-২২” এর শুভ উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে জেলা ক্রীড়া সংস্থা গাইবান্ধা’র আয়োজনে গতকাল ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১১টায় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা প্রিমিয়ার লীগ (জিপিএল) ২০২১-২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক কৃতি ক্রিকেটার মো: নাজমুল সালেহীন লাইফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: আনোয়ারুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান,
অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আব্দুল আওয়াল, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুর রশীদ সরকার, আনোয়ারুল কাদির ফুলমিয়া,
সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, যুগ্ম সম্পাদক ও জিপিএল লীগ কমিটির সম্পাদক শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য অধ্যাপক মমতাজুর রহমান বাবু, রকিবুল হক চৌধুরী, আ.স.ম রেজাউন্নবী রাজু, বেনজীর আহম্মেদ, অমিতাভ দাস হিমুন, মাসুদুল হক মাসুদ, সিরাজুল ইসলাম, সাহাদৎ হোসেন খন্দকার, মো: রমজান আলী, শংকর কুমার দাস রাহুল, বীর মুক্তিযোদ্ধা মো: মজিবর রহমান, মো: মোর্কারম হোসেন রানা, রংপুর বিভাগীয় ক্রিকেট আম্পায়ার ও স্কোরার এসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রিকেট খেলোয়াড় ওয়াজিউর রহমান র‌্যাফেল। অনুষ্ঠানের সভাপত্বি করেন জিপিএল লীগ কমিটির সভাপতি ও সংস্থার সহ সভাপতি রাগিব হাসান চৌধুরী হাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংস্থার নিবার্হী সদস্য গোলাম মারুফ মনা।
আজকের খেলায় গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার ১১৫ রানে শেখ জামাল ক্রিকেট ক্লাব কে পরাজিত করে।

প্রথমে ব্যাট করতে নেমে গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টার ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৮৯ রান করে। জবাবে শেখ জামাল ক্রিকেট ক্লাব ১৮.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৭৪ রান করে।

মুরাদ কারিগরি কারখানার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার প্রদান করা হয় আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ গাইবান্ধা ক্রিকেট কোচিং সেন্টারের খেলোয়াড় শাওনকে।
খেলা পরিচালনা করেন: আবেদ মোঃ মাসুম ও তৌহিদুল ইসলাম।
আগামীকালের খেলায়ঃ মোহাম্মদ খালেদ স্মৃতি সংসদ বনাম গোরস্থানপাড়া ক্রীড়া সংস্থা।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts