জেলা আওয়ামী লীগ নেতা শাহিনকে জেল হাজতে প্রেরন

জেলা আওয়ামী লীগ নেতা শাহিনকে জেল হাজতে প্রেরন

২৮ September ২০২৫ Sunday ৭:০৬:০৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

জেলা আওয়ামী লীগ নেতা শাহিনকে জেল হাজতে প্রেরন
Screenshot

বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম শাহীনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। শনিবার নগরীর আমানতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফজলুল করীম শাহীন বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি৩২ বছর ধরে বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার বিকেলে তাকে বিএনপির অফিস পোড়ানো, বিস্ফোরক আইন এবং মহানগর বিএনপির সদস্য সচিবকে হত্যাচেষ্টাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ফজলুল করীম শাহীনকে জুলাই আন্দোলন পরবর্তী দায়ের হওয়া একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফজলুল করীম শাহীন ১৯৯৩ সাল থেকে বরিশাল জেলা যুবলীগের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ২০১৬ সাল থেকে বরিশাল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন। পতিত আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন নেতা ছিলেন ফজলুল করীম শাহীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts