জুলাই হত্যাকাণ্ড: দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

জুলাই হত্যাকাণ্ড: দুই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর তেজগাঁও অঞ্চল এবং চট্টগ্রাম মহানগরী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। দুটি মামলার প্রতিবেদন আগামী ৭ সেপ্টেম্বর দাখিলের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Explore More Districts