ঢাকা, ১৮ অক্টোবর – জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বাম দল এতে স্বাক্ষর থেকে বিরত থাকে।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করা এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার প্রস্তাবে দলের আপত্তি ছিল। তিনি বলেন, “আমরা জানিয়েছিলাম, সংশোধন করা হলে সই করব। আশ্বাস পেলেও অনুষ্ঠানে চূড়ান্ত কপি না পেয়ে স্বাক্ষর করিনি।”
তিনি আরও বলেন, ‘বৃষ্টির পরে আমরা চূড়ান্ত কপির বই পেয়েছি। কমিশন জানিয়েছে যে এটি সংশোধন করা হয়েছে। এখন আমরা পর্যালোচনা করে পরে সই করব।’
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, পরবর্তী সময়েও সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে।
গণফোরাম নেতা মিজানুর রহমান আরও বলেন, “আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে—বিশেষ করে সংবিধানের চার মূলনীতি ও বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কিত বিষয়ে। এসব নিয়েই আলোচনা চলছে, এবং আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছি।”
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫