স্টাফ রিপোর্টারঃ গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১০ টায় জুলাই সনদ, সংস্কার, বিচার ও নির্বাচন ইস্যুতে জাতীয় সংস্কার জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন জাতীয় সংস্কার জোটের আহবায়ক মেজর(অবঃ) আমিন আহমেদ আফসারি, প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সম্মানিত অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আমসাআ আমিন, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, গন বিপ্লবী জোট এর প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল শেখ আব্দুল্লাহ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর সভাপতি, জননেতা জিলানী, গন বিপ্লবী পার্টির মুখপাত্র ও গন বিপ্লবী জোটের সমন্বয়ক আঃ রশিদ, সংস্কার জোটের নেতা এসএম সাত্তার, গন বিপ্লবী জোটের সমন্বয়ক ও তৃনমূল নারী সংগঠন এর আহবায়ক রিয়া মনি এবং গন বিপ্লবী জোটের সমন্বয়ক ও ছাত্র কমান্ড এর আহবায়ক তাশরিফ ইসলাম প্রমুখ।
সভায় সঞ্চালনা করেন জোটের সদস্য সচিব আঃ রহিম ও আঃ আহাদ নুর।
সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় সংস্কার জোটের প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান।
সভায় মোট ৫ টি জোট এবং ৩৫ টি সংগঠন এর বিভিন্ন স্তরের নেতারা যোগদান করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।