নির্বাচন শুধু যেন আনুষ্ঠানিকতার মধ্যে না থাকে, সেটা উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুধু নয়, নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা প্রত্যাশা করি, তা যেন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালীভাবে বহাল হয়। বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ প্রত্যেক জায়গায় যেন গণতন্ত্রের ছোঁয়া আসে।’
বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে গণপরিষদ ভোটের দাবি তোলেন আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা চাই না যে ফ্যাসিবাদী সংবিধান বর্তমানে বাংলাদেশে রয়েছে, এই সংবিধানে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা একটি নতুন সংবিধান প্রত্যাশা করি। সেই প্রত্যাশার জায়গা থেকে সামনের দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে যাতে বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিতে পারেন, সে নতুন সংবিধান প্রণয়নসহ গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে।’
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানাসহ রংপুরের জেলা ও উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।