জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিলন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিলন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ মিছিলন

শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রূপগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মোঃ আতাউর রহমান বাচ্চু, জেলা নায়েবে আমির মোঃ জাকির হোসেন বিশ্বাস, সহকারী সেক্রেটারি মোঃ আইয়ুব হোসেন খান, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের আমির মাওঃ হাদিউজ্জামান, নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল্লাহ আল আমিন ও পৌর আমির জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংকট নিরসনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে।

কর্মসূচিতে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতাকর্মীরা অংশ নেন।

Explore More Districts