জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান – News Tangail

জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে – আহমেদ আযম খান – News Tangail

oplus_0

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জুলাই ঘোষণা হতে হবে ঐক্যমতের ভিত্তিতে। আমরা বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তা ঘোষিত হবে এটা প্রত্যাশা করি। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত সকল পরিবারের সাথে বিএনপি সব সময়ই থাকবে।

তিনি বলেন, যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, বিএনপি গত ১৭ বছরে যারা জেল খেটেছে, তারা এখনো যথাযথ মূল্যায়ন পায়নি। এখান থেকে উত্তোরণ করতে হলে জরুরী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই প্রকৃত
সংস্কার করবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইলের সখীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশে তিনি এ কথা বলেন।

সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে ক্ষ বিজয় র‌্যালি ও সমাবেশে সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার,আমজাদ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ছবুর মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছবুর রেজাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts