জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলার ‘কৃষক লীগ নেতা’ আসামির দাবি, তিনি ‘জামায়াত নেতা’

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলার ‘কৃষক লীগ নেতা’ আসামির দাবি, তিনি ‘জামায়াত নেতা’

তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহানুর রহমান নামের এক আসামির আইনজীবী আদালতে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘মাননীয় আদালত, সোহানুর রহমানকে রিয়াজ হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমরা এর বিরোধিতা করছি। কারণ, সোহানুর রহমান আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের কোনো নেতা নন। তিনি আমাদের জামায়াতে ইসলামীর নেতা।’

সোহানুর রহমানের আইনজীবীর এই বক্তব্যের পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আনিসুল হক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহ্‌মেদ পলকসহ অন্য আসামিরা অবাক হন। সবাই তখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহানুরকে দেখতে থাকেন।

এ পর্যায়ে সোহানুরের আইনজীবী আদালতকে বলেন, ‘আমার মক্কেল সোহানুর রহমান, কেবল জামায়াতের নেতা নন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সরাসরি অংশ নিয়েছিলেন। দিনের পর দিন আন্দোলন করেছেন। আর তিনি যে জামায়াতের নেতা, সেটার সপক্ষে কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। তাঁকে হয়রানি করার জন্য ১৩ মার্চ গ্রেপ্তার করে পুলিশ।’

সোহানুরের আইনজীবী আরও বলেন, ‘মাননীয় আদালত, সোহানুর রহমানের রিমান্ড শুনানি স্থগিত রাখা হোক। তিনি কোন দলের সমর্থক কিংবা তাঁর সম্পর্কে তদন্ত প্রতিবেদন আদালতে আসার পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হোক।’

Explore More Districts