জুলাই আগষ্ট আন্দোলনে শহীদ এর হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা রিন্টু গ্রেপ্তার দেখানো হয়েছে

জুলাই আগষ্ট আন্দোলনে শহীদ এর হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা রিন্টু গ্রেপ্তার দেখানো হয়েছে

৩০ December ২০২৪ Monday ১০:৪৯:৩২ PM

Print this E-mail this


বিশেষ প্রতিনিধি:

জুলাই আগষ্ট আন্দোলনে শহীদ এর হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা রিন্টু গ্রেপ্তার দেখানো হয়েছে

রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম (৫১) নামে এক নারী হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকেলে বনশ্রী জি ব্লকের ৫ নম্বর রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ধারালো অস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নম্বর রোডের ৫৬ নম্বর বাড়ির সিঁড়িতে গুলিবিদ্ধ হন মায়া ইসলাম। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মায়া ইসলাম মারা যান।

এ ঘটনায় নিহত মায়ার ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় সাইদুর রহমান রিন্টুকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts