জুলাই অভ্যুত্থান নিয়ে কর্মসূচি ঘোষণা গণতান্ত্রিক ছাত্রসংসদের

জুলাই অভ্যুত্থান নিয়ে কর্মসূচি ঘোষণা গণতান্ত্রিক ছাত্রসংসদের

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ ও ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ৪ জুলাই থেকে শুরু হয়ে এসব কর্মসূচি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জুলাই ‘সাহসী সাংবাদিক সমিতি: অভ্যুত্থানের দিনলিপি’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে আলোচনা সভা ; ৭ জুলাই সাংবাদিক, মানবাধিকারকর্মী ও পেশাজীবীদের সম্মাননা প্রদান ও মতবিনিময়।

Explore More Districts