‘জুবিনদা আমার কণ্ঠ ছিলেন’ বলে কটাক্ষের শিকার দেব

‘জুবিনদা আমার কণ্ঠ ছিলেন’ বলে কটাক্ষের শিকার দেব

‘জুবিনদা আমার কণ্ঠ ছিলেন’ বলে কটাক্ষের শিকার দেব

প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও ধীরে ধীরে যে সমস্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, তাতে এই মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। অসমীয়া ও হিন্দি গানের পাশাপাশি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও শত শত ছবিতে গান গেয়েছেন জুবিন।

বাংলা ছবিতে মূলত তার গানে পর্দায় ঠোঁট মেলাতে দেখা যেত টলিউড সুপারস্টার জিৎ এবং দেবকে। সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি। জুবিনের মৃত্যুর সময় ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা দেব। 

প্রচারের ফাঁকেই ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি প্রয়াত সংগীতশিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। সেই সঙ্গে জুবিনের কণ্ঠ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সে কথাও স্মরণ করেন।

জুবিন প্রসঙ্গে দেব বলেন, ‘জুবিনদা যেভাবে হঠাৎ করে চলে গেলেন তা সত্যি ভীষণ দুঃখজনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন, তা সত্যিই মানা যায় না। জুবিনদা আমার কণ্ঠ ছিলেন। দেখবেন এক এক সময় হয় এক একজন গায়কের কণ্ঠ এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে, আমার জন্য সেটাই হয়ে উঠেছিল।’

তিনি আরও বলেন, ‘’চোখের জলে ভাসিয়ে দিলাম’ গানটি এখনও একই ভাবে জনপ্রিয়। এমন অনেক গান রয়েছে যা কখনও পুরনো হবে না। ভগবান তার পরিবারকে এই কঠিন সময়ে শক্ত হতে সাহায্য করুন, এটাই কামনা করি।’

তবে জুবিনের মৃত্যুতে দেবের এই সংক্ষিপ্ত শোক প্রকাশ মোটেই সন্তুষ্ট করতে পারেনি নেট দুনিয়ার বাসিন্দাদের। তার বক্তব্য শুনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘উনি যেভাবে কথা বললেন, সেটা শুনে যেন মনে হচ্ছে জুবিন তার কাছে খুব ছোট্ট জিনিস, এটা মেনে নিতে হবে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘তোমরা যার গান নিয়ে হিট হলে, তার জন্য শুধু এতোটুকু কথা বললে এটা ঠিক নয় ভাই। আরও অনেক কিছু আশা করেছিলাম বলবে। জুবিন একটা মাইলস্টোন মানুষ।’

Explore More Districts