জুড়ীতে হাতির আক্রমণে মাহুত নিহত

জুড়ীতে হাতির আক্রমণে মাহুত নিহত

জুড়ীতে হাতির আক্রমণে মাহুত নিহত

মৌলভীবাজার জেলার জুড়ীতে হাতির আক্রমণে রাসেল মিয়া (৪০) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। হাতির মাহুত রাসেল পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

রাসেলের সঙ্গে থাকা চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রবিবার বিকেল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এ সময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

এনজে

Explore More Districts