জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে দুঃস্থদের মাঝে বস্ত্র ও টিন বিতরণ করলেন প্রিন্স – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে দুঃস্থদের মাঝে বস্ত্র ও টিন বিতরণ করলেন প্রিন্স – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে দুঃস্থদের মাঝে বস্ত্র ও টিন বিতরণ করলেন প্রিন্স – দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহের হালুয়াঘাটে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল, কোরআন খানি, আলোচনা, দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র ও টিন বিতরণ করা হয়েছে।

গতকাল রবিবার দলীয় কার্যালয়ে হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র একজন সফল রাষ্ট্রনায়কই নন,তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সমাজ সংস্করক, আধুনিক বাংলাদেশের রুপকার, দেশ ও জাতির ত্রানকর্তা। মুক্তিযুদ্ধ, জনকল্যানমুখী রাজনীতি, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচীর মাধ্যমে তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ষড়যন্ত্রকারীরা তাঁকে হত্যা করতে সক্ষম হলেও জনগণের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না।

অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার আকন্দ, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, হোসনে আরা নীলু, আবদুল আজিজ খান, মিজানুর রহমান মিজান,ইসহাক মাষ্টার,ক্বারী নাসির উদ্দীন, ক্বারী আবুল কাশেম , আবদুস সাত্তার, জাসাসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিদার মন্ডল, পৌর কৃষক দলের আহ্বায়ক মইন উদ্দিন বাবুল, জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক আবদুল লতিফ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গণি, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

এছাড়াও ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগেও আলোচনা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করা হয়।

Explore More Districts