জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৫তম খোশরোজ শরিফ পালিত – দৈনিক আজাদী

জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৫তম খোশরোজ শরিফ পালিত – দৈনিক আজাদী

শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (.) ৯৫তম খোশরোজ, মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিলে ভিন্ন আবহের মধ্য দিয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।

মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্‌জিলের উদ্যোগে খোশরোজ শরিফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাদে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খতমে কোরআন, জিকিরআজকার, মিলাদ ও মোনাজাত। বিশেষ কর্মসূচির মধ্যে ছিল, চট্টগ্রামের ১৪টি উপজেলামীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া এবং লোহাগাড়ার ৭ শত এতিমখানা ও হেফযখানার ৪০ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির দেশবিদেশে অবস্থিত ৭ শতাধিক শাখা কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় এবং খানকায় মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শাহানশাহ্‌ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.)-এর খোশরোজ শরিফ পালন করে। প্রেস বিজ্ঞপ্তি।

Explore More Districts