- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতারে সাংবাদিকদের মিলনমেলা
জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট টাইম : মার্চ, ২৯, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
- 8 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯শে মার্চ শনিবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়াডের সানার পাড় এলাকার ওসমান গনি রোডের কেন্যালপাড় বালুর মাঠে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন বি এন পি জনগনের দল, জনগন যেভাবে বলে বি এন পি সেই ভাবে চলে। দীর্ঘ বছর যাবত আমরা প্রতিবাদ করতে পারিনি জনগণের কথা বলতে পারিনি, প্রতিবাদ করলে হত্যা মামলার শিকার হতে হয়েছে গুলি খেতে হয়েছে। আপনারা বি এন পি কে ভোট দিবেন আপনাদের কথায় বি এন পি পরিচালিত। তিনি বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উক্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ আসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সিদ্দিকগঞ্জ থানা কমিটি এবং মোহাম্মদ কামাল হোসেন যুগ্ন আহ্বায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটি এছাড়াও আরও উপস্থিত ছিলেন জিসপ এর সদস্য মো: লাল মিয়া ও সদস্য মো: করিম সহ আরও অনেক নেতা কর্মী।