জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল – Daily Gazipur Online

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের মহানায়ক, যিনি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করেছিলেন। আমরা যেন তার আদর্শকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারি।’
আজ রোববার (১ জুন) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর জেলার সদস্যসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।
আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Print Friendly, PDF & Email

Explore More Districts