জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পৌর স্বেচ্ছাসেবকদলের বৃক্ষ বিতরণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পৌর স্বেচ্ছাসেবকদলের বৃক্ষ বিতরণ

রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জুন ) বাদ আসর চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিকেলে ফোন কর্মসূচি অনুষ্ঠিত করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দেশবাসীর কাছে তার রুহের মাগফেরাত কামনা করছি। “জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করবো।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সদস্য সচিব সামছুল আরেফীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, যুগ্ন আহবায়ক নয়ন খান, সাহাদাত হোসেন রুবেল, হাবিব খান, জাহিদ হোসেন, মোঃ রফিক, সদস্য নূর মোহাম্মদ, মাসুদ মিজি, মোঃ মাসুদ, বাদল, তারেক খান সহ পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার, ২ জুন ২০২৫

Explore More Districts