জিজ্ঞাসাবাদ শেষে ৯ কর্মচারীকে ছেড়ে দিয়েছে সিআইডি

জিজ্ঞাসাবাদ শেষে ৯ কর্মচারীকে ছেড়ে দিয়েছে সিআইডি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের নথি গায়েবের ঘটনায় আটক মন্ত্রণালয়ের ৯ কর্মচারীকে পুলিশের অপরাধ বিভাগ–সিআইডি হেফাজতে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে কী পাওয়া গেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি তদন্তকারী সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হয় । গত ২৭ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাতটি গুরুত্বপূর্ণ নথি (ফাইল) অফিসের স্টিলের ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন ২৮ অক্টোবর দুপুরে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই। নথিগুলোর মধ্যে আছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরসহ বিভিন্ন মেডিকেল কলেজ ও দপ্তরের ক্রয় সংক্রান্ত।

Explore More Districts