জিজ্ঞাসাবাদের মুখে জ্যাকুলিন

জিজ্ঞাসাবাদের মুখে জ্যাকুলিন

করোনাকালে সিনেমার বিরতিতে মিউজিক ভিডিও করে ভাইরাল হন জ্যাকুলিন। কিছুদিন আগে তাঁর ‘পানি পানি’, তার আগে ‘বড় লোকের বেটি’ মিউজিক ভিডিও ভাইরাল হয়। জ্যাকুলিনকে শিগগিরই দেখা যাবে ‘ভূত পুলিশ’ ছবিতে। সেপ্টেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে। এতে অভিনয় করেছেন সাইফ আলী খান, ইয়ামি গৌতম ও অর্জুন কাপুর। এ ছাড়া সালমান খানের সঙ্গে ‘কিক টু’, অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’তে দেখা যাবে জ্যাকুলিনকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Explore More Districts