জিএমপি কমিশনারের টঙ্গী সরকারি হাসপাতালে ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন হস্তান্তর – Daily Gazipur Online

জিএমপি কমিশনারের টঙ্গী সরকারি হাসপাতালে ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন হস্তান্তর – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান আজ বুধবার সকালে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন হস্তান্তর করেন।
দীর্ঘদিন যাবত শহীদ আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন সংকট থাকার কারণে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছিল।বিশেষ মাধ্যমে জানতে পেরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান আজ সকালে টঙ্গী সরকারি হাসপাতাল পরিদর্শন শেষে তত্ত্বাবধায়ক ডা. আফজালুর রহমানের নিকট ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন মেশিন হস্তান্তর করেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কর্মকর্তারা। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ,হাসপাতালের সহকারী পরিচালক ডা.ফারহানা আহমেদ,টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান.ডা.খায়রুল কবির রাজিব,ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনিয়র জোনাল ম্যানেজার মনসুর হেলাল,হাসপাতালের ছাত্র প্রতিনিধি ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক আকাশ ঘোষ,জাতীয় যুবশক্তি–এনসিপি গাজীপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, সরকারি হাসপাতালগুলোর সেবার মান বাড়াতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নতুন ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন হাসপাতালের চিকিৎসা সেবা আরও উন্নত করবে এবং রোগীদের দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষার জন্য নয়, সমাজ ও মানবতার সেবায়ও কাজ করে।এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও জনসেবার দৃষ্টান্ত স্থাপন করবে।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব আফজালুর রহমান বলেন,“নতুন ইসিজি ও পালস অক্সিমিটার মেশিন আমাদের চিকিৎসা ব্যবস্থায় নতুন গতি আনবে।আমরা এখন আরও দ্রুত ও নির্ভুলভাবে রোগীদের সেবা দিতে পারব।”
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
অতিথি ও আয়োজকরা যৌথভাবে আশা প্রকাশ করেন,এই ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সুলভে উন্নত চিকিৎসা সেবা পাবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts