ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। তিনি শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত আছেন।
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ।
জানা গেছে, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজের যাতায়াত নিশ্চিত করার ঘটনায় জিএমপির তৎকালীন কমিশনার মো. নাজমুল করিম খানকে গত ১০ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা ‘আবশ্যক ও সমীচীন’।
উল্লেখ্য, নিয়োগ পাওয়া জিএমপি কমিশনার ইসরাইল হাওলাদার এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।
শিল্প পুলিশে যোগদানের আগে তিনি দীর্ঘদিন খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যান্ড্যান্ট হিসেবে দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি পদোন্নতিবঞ্চনার পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। পরে তিনি ভারপ্রাপ্ত যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) হন। ২০২৪ সালের ২৭ আগস্ট ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার হন। গত ১৯ ডিসেম্বর তাকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়।



