জামালপুর জেলায় বি আর টি এর আয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুর জেলায় বি আর টি এর আয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুর জেলায় বি আর টি এর আয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত – দৈনিক আজকের জামালপুর



এম.এফ.এ মাকাম ; জামালপুর জেলায় বি আর টি এর আয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গত ২১ এপ্রিল শহরের ডাকপাড়া ও টিউবলপার মোড়ে বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাসেম আদালত পরিচালনা করেন। এ সময় বিআরটিএ জামালপুরের এর মোটরযান পরিদর্শক মোঃ মঞ্জিল হোসেন, ও জামালপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম এতে অংশগ্রহণ করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মোটরযানের হালনাগাদ কাগজপত্র রেজিস্ট্রেশন ট্যাক্স টোকেন, রোড পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন মোটরসাইকেল এর হালনাগাদ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। ভ্রাম্যমান আদালতের ১৪টি মামলায় মোট ৭০ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।


Explore More Districts