জামালপুর এবি পার্টির মনোনীত এমপি প্রার্থীকে সংবর্ধনা – দৈনিক আজকের জামালপুর

জামালপুর এবি পার্টির মনোনীত এমপি প্রার্থীকে সংবর্ধনা – দৈনিক আজকের জামালপুর




জামালপুর এবি পার্টির মনোনীত এমপি প্রার্থীকে সংবর্ধনা – দৈনিক আজকের জামালপুর



মোহাম্মদ আলী : আমার বাংলাদেশ পার্টির জামালপুর -৫ আসনের জন্য মনোনীত এমপি প্রার্থী, এড. ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছেন জেলা এবি পার্টির নেতৃবৃন্দ ও স্বর্বস্তরের জনগণ।
শনিবার, জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এবি পার্টি সদর উপজেলা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জামালপুর এবি পার্টির সদর উপজেলা আহবায়ক, আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর -৫ আসনের এমপি মনোনীত প্রার্থী, এড. ছানোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, জামালপুর-৩ আসন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার লিপসন মিয়া, এবি পার্টি জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক, এড. এমএ খালেক ও এড. আনোয়ার হোসেন,
জেলা শাখার যুগ্ম আহবায়ক, এড. গোলাম কুদ্দুস, জামালপুর পৌর শাখার যুগ্ম সদ্যসচিব মজনু মিয়া ও মাহমুদুল হাসান বুলবুল, জামালপুর পৌরসভার আহবায়ক নজরুল ইসলাম, মেষ্টা ইউনিয়ন আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা, আব্দুল কুদ্দুস তালুকদার, এড. শাহাদাৎ হোসেন হিলিসহ ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামালপুরের মানুষ এখন আর গতানুগতিক পরিবার তান্ত্রিক রাজনীতিকে পছন্দ করে না। তারা নতুন একটি দল ও নতুন একজন নেতা চান। যার হাত ধরে তারা নতুন একটি দেশ গঠনে যাত্রা করবেন। যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজ আর ক্ষমতার অপব্যবহার। প্রতিটি মানুষ সেখানে শান্তিতে ও নিরাপদে বসবাস করবেন। এমন একটি দেশের স্বপ্ন দেখায় এবি পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরবাসী এবি পার্টিকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা সেই স্বপ্ন পূরণ করব, ইনশাআল্লাহ!
সংবর্ধনা শেষে উপস্থিত সাংবাদিকদের নির্বাচন ও এবি পার্টির সাংগঠনিক এবং ভবিষ্যত পরিকল্পনা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এদিন জেলা ও উপজেলা পর্যায়ে বেশকিছু লোক স্বতঃফূর্ত ভাবে এবি পার্টিতে যোগদান করেছেন।


Explore More Districts