
নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর থানা পুলিশের সার্বিক কর্মকা-ের ধারাবাহিকতার ভুয়সী প্রশংসায় পঞ্চমুখ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জামালপুর সদর উপজেলাবাসীর খুব অল্প সময়ে আস্থা অর্জন করে নিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মোঃ আতিক। দেশের এই ক্রান্তিলগ্মে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ পারদর্শীতা দেখিয়েছেন তিনি। জামালপুর সদর থানার মাধ্যমে জানা যায়, গত ২৪-০৯-২০২৪ইং তারিখে জামালপুরে যোগদান করেন ওসি আবু ফয়সাল মোঃ আতিক। কর্মস্থলে যোগদানের পর থেকে এ পর্যন্ত এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, অপহরণ, ইভটিজিং, বাল্য বিয়ে, নারী শিশু নির্যাতন, মানব পাচার, মাদকের আগ্রাসণ প্রতিরোধ, রাজনৈতিক সহিংসতা থেকে শুরু করে অসংখ্য পরিমান মাদক, নগদ টাকা স্বর্ণালংকার, অস্ত্র উদ্ধার ও গ্রেফতার তামিলে সাফল্য দেখিয়েছেন এবং নিয়মিত অভিযান চলমান রেখেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য।
জানা যায়, জামালপুর সদর থানার বর্তমান ওসি থানায় যোগদানের পর থেকে থানায় আগন্তুক দর্শনাথী ও ভুক্তভোগীদের কোন নেতা বা দালালের সংস্পর্ষ না নিয়ে সরাসরি ওসির সাথে সাক্ষাতের মাধ্যমে আইনি সহায়তা গ্রহনের পরামর্শ দেন। এছাড়া উর্ধ্বতন মহলের নির্দেশনা ও প্রযুক্তি অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে জামালপুর সদর থানা পুলিশের কার্যক্রমে নতুনত্ব এনে সরাসরী পুলিশের সেবা দেওয়ার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। শুধু মামলা নয়, পারিবারিক বিরোধ সহ সামাজিক অনেক বিরোধ শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন তিনি। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী গ্রামের মোঃ আঃ ছাত্তার, পিতাঃ মৃতঃ শমসের আলীর সাথে একই গ্রামের মোঃ আব্দুর রফিক, পিতাঃ আব্দুল কাদের এর মাঝে দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নির্দেশে থানায় শালিস মীমাংসা করা হয়। শালিস মীমাংসার পর ভুক্তভোগী আব্দুর রফিক বলেন, ওসি সাহেব খুবই ভালো মানুষ। তিনি আমাদের দীর্ঘদিনের বিরোধ সমাধান করেছেন। মামলা হলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্থ হতাম। আমরা তার মঙ্গল কামনা করি। আশা করি আগামীতে তিনি সাধারণ মানুষের জন্য আরো ভালো কাজ করবেন। এমন সৎ দক্ষ, সাহসী অফিসার যেন পুলিশ বাহিনীর গর্ব। জনগণের আস্থা ধরে রাখতে এমন পুলিশ অফিসারের প্রয়োজন বলে মনে করেন সাধারণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ বিষয়ে জামালপুর সদর উপজেলাবাসীকে বারবার একটি ম্যাসেজ দেন ওসি আবু ফয়সাল মোঃ আতিক। তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের সহযোগিতা নিন। মনে রাখবেন আইন সকলের জন্য সমান।