জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান – দৈনিক আজকের জামালপুর



আসমাউল আসিফ : ২০২৫ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল ও ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারনের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ১৯ অক্টোবর দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা ইউনিট এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি আজিজুল কবির হুমায়ুন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চাঁন মিয়া, আব্দুল মজিদ, ইকরামুল হক নবীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় একতরফাভাবে সার ডিলার নীতিমালা ২০২৫ খসড়াভাবে অনুমোদন দিয়েছে। নীতিমালায় যেসব শর্ত আরোপ করা হয়েছে তাতে সার বিতরণে চরম অস্থিরতা তৈরি হবে, ক্ষতিগ্রস্থ হবে সারের ডিলার ও কৃষকরা। ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবী জানান বক্তারা। পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন সার ডিলারগণ।


Explore More Districts