জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার : জামালপুরে গত ১২ সেপ্টেম্বর যোগদান করেন ২৪তম বিবিএস কর্মকর্তা নবাগত জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি গতকাল ১৫ সেপ্টেম্বর রোববার জামালপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে তার কার্যালয়ে মত বিনিময় করেন। এ সময় তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার দূর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামালপুরকে দূর্নীতিমুক্ত করার জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জামালপুরের উন্নয়নমূলক ও গঠনমূলক কাজের জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, আলোচিত জামালপুর পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজনু, মুক্ত আলো পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী, চ্যানেল ২৪ এর জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির জামালপুর প্রতিনিধি তানভীর আহমেদ হীরা, এনটিভির জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফ প্রমুখ। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র সরকার।


Explore More Districts