জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান উৎসব – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান উৎসব – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূণ্যস্নান উৎসব – দৈনিক আজকের জামালপুর



আসমাউল আসিফ : জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের মহা অস্টমী পূণ্যস্নান উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার ভোর থেকে শহরের শ্মশানঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে এ স্নান উৎসব শুরু হয়, যা দুপুরে শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনার মধ্য দিয়ে নিজেদের পবিত্রতা ও সকলের মঙ্গলের প্রত্যাশায় মহা অস্টমী স্নানে অংশ নেয়। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটেছে ব্রহ্মপুত্র নদের তীরে। অপরদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতি বছরের মতো এবারো জামালপুর শহরের প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো দয়াময়ী মন্দিরকে ঘিরে দয়াময়ী এলাকায় বসেছে তিনদিনব্যাপী অষ্টমী মেলা। মেলায় গ্রামবাংলার ঐহিত্যবাহী নাড়ু, গজা, সাজ-ঝুড়ি, জিলাপী, মিষ্টির দোকান ছাড়াও কাঠের আসবাবপত্রের দোকান, নাগড়দোলা স্থান পেয়েছে। শ্রী শ্রী দয়াময়ী মন্দির কমিটির সভাপতি সিদ্ধার্থ শংকর রায় বলেন, সনাতন ধর্মের অন্যতম উৎসব অস্টমী স্নান। অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই উৎসবে। পূণ্যস্নান, পূজা-অর্চনা, অস্টমী মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান সবার মাঝে উৎসবের আমেজ নিয়ে এসেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক জানান, পূণ্যস্নান ও অস্টমী মেলাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেজন্য সজাগ রয়েছে।


Explore More Districts