জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর



এম.এফ.এ মাকামঃ জামালপুরে লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনের শায়ের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক,কবি সাযযাদ আনসারী, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহি মাকামসহ আরো অনেক। এ সময় বক্তারা লালনের জীবন আদর্শ উল্লেখ করে মানব কল্যাণে মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে দেশ থেকে সকল প্রকার জঙ্গিবাদ নিরসন করে নিজেকে আত্মশুদ্ধি করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের আয়োজনে লালন সংগীত পরিচালনা করা হয়।


Explore More Districts