জামালপুরে মরহুম অ্যাড. আ: করিমের দ্বিতীয় মৃত্যুবাষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে মরহুম অ্যাড. আ: করিমের দ্বিতীয় মৃত্যুবাষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে মরহুম অ্যাড. আ: করিমের দ্বিতীয় মৃত্যুবাষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর


oplus_0

নিজস্ব সংবাদদাতা : জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জিয়া পরিষদ জেলা শাখার সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মরহুম আব্দুল করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জিয়া পরিষদ জেলা শাখা।
গত শনিবার ১ নভেম্বর রাতে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জিয়া পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. নওশের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, মরহুম আব্দুল করিম জেলা বারের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। তিনি একজন
জাতীয়তাবাদী জিয়া পরিষদের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘদিন রাজনীতি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাকে বেহেস্ত নসিব করেন। সেই সাথে উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
জিয়া পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজি মশিউর রহমান, জিয়া পরিষদ জেলা শাখার সহ-সভাপতি ডা. আহমদ আলী আকন্দ, মোস্তফা খালেদ আনছারী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. এ এ এম তাহের, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মাস্টার, প্রচার সম্পাদক ইউসুফ মাস্টার,
সহ-অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কবিরুল হাসান, সামাজিক ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল করিম আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মিনহাজ উদ্দিন রনি, জিয়া পরিষদ শহর শাখার সভাপতি হারুন অর রশিদ, জিয়া পরিষদ জেলা শাখার সদস্য অধ্যাপক হাফিজুর রহমান তালুকদার, সালেহীন মাসুদ মাস্টার, অধ্যাপক আনিছুর রহমান, শফিকুল ইসলাম হিটলার প্রমুখ।
আলোচনা সভা শেষে জ্যেষ্ঠ আইনজীবী মরহুম আব্দুল করিমসহ বিএনপির নিহত সকল নেতৃবৃন্দদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক শাহজাহান সিরাজ হীরা। আলোচনা সভায় জিয়া পরিষদ জেলা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Explore More Districts