স্টাফ রিপোর্টার : হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তা করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব সাদা চুরি নিরাপত্তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ে ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সমাজসেবা কার্যালয়ে র উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার রেজানুর রশিদ, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, সাংবাদিক জাহাঙ্গির সেলিম, ফজলে এলাহী মাকাম, সহকারি অধ্যাপক তারিকুল ফেরদৌস, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকি ফাতেমা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সাদাছড়ি ব্যবহার করা মানুষগুলোকে সমাজের বোঝা না মনে করে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে তাদেরকে উদ্বুদ্ধ করণ করার পাশাপাশি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তাদের ভূমিকা বিষয়ে আলোকপাত করা হয়। পরে তিনজন প্রতিবন্ধীর মাঝে তিনটি ট্রাই সাইকেল ও দুইজনের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।