জামালপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত – দৈনিক আজকের জামালপুর


Oplus_16908288

নিজস্ব সংবাদদাতা : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ-মাহফিল, বৃক্ষরোপণ ও এতিম বাচ্চাদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। গত সোমবার ১৪ জুলাই দুপুরে শহরের বেম্বু গার্ডেনে এ কর্মসূচি পালিত হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির আহাম্মেদ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, যুগ্ম- সাধারণ সম্পাদক আইনজীবী আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, মামুুনুর রশিদ, সদর উপজেলা শাখার সভাপতি ড. ইয়াছিন আলী আকন্দ, জেলা যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান জনি, যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আইনজীবী জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আব্দুল মালেক, শহর যুব সংহতির সদস্য সচিব মো. ইব্রাহিম, ছাত্র সমাজের সদস্য সচিব কাজী আকাশ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পরে এতিম বাচ্চাদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।


Explore More Districts