জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গেন্দারপাড়া মজিবর রহমান মাস্টারের বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া।
মারা যাওয়া শ্রমিক আব্দুল মজিদ উপজেলার তারাকান্দি এলাকার মৃত লেফাসু মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে তিনিসহ ৫-৭জন উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আনু মন্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান। গাছটি যাতে বৈদ্যুতিক তারের উপর না পড়ে সে জন্য রশি দিয়ে একদিকে টেনে ধরেন। একপর্যায়ে গাছটি অসাবধানতায় আব্দুল মজিদ এর মাথার উপর পড়ে। এতে আব্দুল মজিদ মারাত্মকভাবে আহত হন। পরে শ্রমিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মজিদের ছেলে আতিক বলেন, সকালে বাবা গাছ কাঁটার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে। পরে লোকজনের কাছে বিষয়টি জেনে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।