জামালপুরে কিশোরীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে কিশোরীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে কিশোরীদের সাথে মতবিনিময় সভায় ইউএনও – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব প্রতিবেদক : জাতীয় উন্নয়ন কর্মকান্ডে কিশোরীদের সম্পৃক্ত করা ও তাদের অবদানকে নিশ্চিত করার লক্ষে উন্নয়ন সংঘের মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সিডস) কর্মসূচির উদ্যোগে সংলাপ ফোরাম এপেক্স বডির সদস্য ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে মঙ্গলবার মতববিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন পৃথিবী যখন এআই ব্যবহার করে জটিল বিষয়কে সহজ করে উৎপাদন, উপার্জন এবং প্রতিটি কাজের গতিকে বেগবান করছে আমরা তখন বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ঘাম ঝরাচ্ছি। অন্যদেশের টিন এজাররা যখন সৃষ্টির আনন্দে উল্লাস করে আমরা তখন যৌন হয়রানীর হাত থেকে কিশোরীদের রক্ষায় তৎপরতা চালাই। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি বলেন শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং অন্যান্য সহশিক্ষা চর্চার সাথে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পাঠে মনোযোগী হতে হবে। প্রতিটি কাজে স্কিলফুল ও মাইন্ডফুল থাকতে হবে। এভাবেই নিজের মধ্যে নেতৃত্বগুন তৈরি হবে। সময় ও পরিবেশ বুঝে কথা বলতে হবে। অন্যকে শোনতে হবে। মনে রাখতে হবে অভিজ্ঞতার গল্পগুলো মনের পুষ্টি যোগায়। উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা সভায় সভাপতিত্ব করেন। সংস্থার পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভিন, সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম, জেলা শিশু ফোরামের সভাপতি অর্পা প্রমূখ। সভায় ধারণা পত্র উপস্থাপন করেন সিডসের কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম। অন্যান্য অংশগ্রহণকারি হিসেবে উপস্থিত ছিলেন সংলাপ ফোরাম এপেক্স বডির সদস্য, উপদেষ্টা সদস্য এবং জেলা নারী ও শিশু নেটওয়ার্কের সদস্যগণ। সভায় সংলাপ ফোরাম সদস্যরা কাজের অগ্রগতির বিবরণ উপস্থাপন করেন। এছাড়া চলমান কাজসমুহ প্রশাসনের সাথে সমন্বয় করে গতিশীল করা এবং পরিকল্পনা প্রনয়ণের তথ্য-উপাত্ত তুলে ধরেন। সভায় সার্বিক সহায়তা করেন সিডস কর্মসূচির এফএফ তাসলিমা আক্তার ও বাবুল মিয়া। সিডস কর্মসূচি সূত্র জানায় সংলাপ কেন্দ্র ও সংলাপ ফোরামের মাধ্যমে এলাকায় বাল্যবিয়ে, মাদক, যৌন হয়রানী, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধসহ শিশু, কিশোর, কিশোরীদের সর্বোত্তম সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।


Explore More Districts