জামালপুরে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন – দৈনিক আজকের জামালপুর


filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 2;
cct_value: 0;
AI_Scene: (0, 0);
aec_lux: 321.57172;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: -1;
weatherinfo: null;
temperature: 35;

মো.জুলফিকার আলম : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার ৩১ মে রাত সাড়ে ৮টার দিকে জেলা শিল্পকলা একাডমিতে অনুষ্ঠিত হয়েছে। নজরুল একাডেমি জামালপুর জেলা শাখা এর আয়োজন করে। নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সভাপতি এড. মো. রফিকুল ইসলাম জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সচিব একে এম ইহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামালপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সিঃ সহ সভাপতি এড. মো. আব্দুল আওয়াল, মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নজরুল একাডেমী জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এড. এস এম সোলায়মান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও হাবিবুল্লাহ। বক্তব্য শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সংগীত শিল্পী নজরুল একাডেমি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এড. এসএম সোলায়মানসহ নজরুল একাডেমীর শিক্ষার্থী শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নজরুল একাডেমী জামালপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. জাকিউল হক মিন্টু, হৃদয় রুহানী ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারমিন সারা।


Explore More Districts