
নিজস্ব সংবাদদাতা : জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে জামালপুরে বিশাল জন সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার নেতৃবৃন্দ। গত রোববার ৭ সেপ্টেম্বর বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামালের সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় জন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী যগ্ম-মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উপদেষ্টা ডা. ইউনুস আহমদ, জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি কাজী মাজহারুল আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতী শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী জাহিদুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান, সেক্রেটারি হাফেজ কারী মো. রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল রহমান, পৌর শাখার সভাপতি মাওলানা রাজ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সেক্রেটারি হযরত মাওলানা শাহ জামাল, ইসলামপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মুফতী আব্দুল মান্নান, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ- সভাপতি গোলাম মুর্শেদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সেক্রেটারি মুফতী হামিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, জুলাই যুদ্ধা মোয়াজ আহাম্মেদ প্রমুখ। জন সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।