জামালপুরে আওয়ামীলীগ নেতা শারিরীক প্রতিবন্ধীর কাছে ৫লক্ষ টাকা চাদাঁ দাবী, থানায় অভিযোগ দায়ের – দৈনিক আজকের জামালপুর

জামালপুরে আওয়ামীলীগ নেতা শারিরীক প্রতিবন্ধীর কাছে ৫লক্ষ টাকা চাদাঁ দাবী, থানায় অভিযোগ দায়ের – দৈনিক আজকের জামালপুর




জামালপুরে আওয়ামীলীগ নেতা শারিরীক প্রতিবন্ধীর কাছে ৫লক্ষ টাকা চাদাঁ দাবী, থানায় অভিযোগ দায়ের – দৈনিক আজকের জামালপুর



শামীম আলম : জামালপুর শহরের বিনন্দেরপাড়া শারিরীক প্রতিবন্ধী মোঃ মুসলিম উদ্দিন বাদী হয়ে আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের আমলে স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জাহাঙ্গীর আলম পাওয়ার খাটিয়ে শারিরীক প্রতিবন্ধী মোঃ মুসলিম উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন,মোঃ আলাল উদ্দিন এদের কাছে বিভিন্ন সময় হুমকি ও ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করে আসছে। চাঁদার টাকা পরিশোধ না করায় আওয়ামীলীগ সরকারের সময় মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে হয়রানী করেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জাহাঙ্গীর আলম জঙ্গলপাড়া এলাকায় অনেক নিরিহ মানুষকে হয়রানি করেছে। শারিরীক প্রতিবন্ধী মোঃ মুসলিম উদ্দিন বলেন, আমাদের কাছে তার মায়ের জমির অংশ পায় এক বোন মোছাঃ চামেলী বেগমকে ৮শতাংশ জমি যার মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে অংশ মিটিয়ে দেয়। আরেক বোনকে ৮শতাংশ জমি দিয়ে মিটিয়ে দেয়। ফ্যাসিস্ট সরকারের আমলে স্বেচ্ছাসেবক লীগে নেতা মোঃ জাহাঙ্গীর আলম তার কোন ভাই বোনকে না দিয়ে তার মার কাছ থেকে একাই ৮শতাংশ জমি লেখে নিয়ে শারিরীক প্রতিবন্ধী মোঃ মুসলিম উদ্দিনের কাছে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবী করে । ১ লক্ষ ৯০ হাজার টাকা জমি দেখিয়ে দুই ব্যাংক থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এই ব্যাপারে আওয়ামীলীগীর নেতা জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আমার মায়ের অংশ ৮শতাংশ জমি পাই সেই জমি আমি আমার মায়ের কাছ থেকে লেখে নেয়। ব্যাংকের কথা বললে সে বলে এইটা আমার ব্যাক্তিগত বিষয়। আমি ঐদের বিরুদ্ধে আবার মামলা করবো। পরে তার অত্যাচারে শারিরীক প্রতিবন্ধী মোঃ মুসলিম উদ্দিন বাদী হয়ে আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের আমলে স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৫লক্ষ টাকার চাদাঁ দাবীর একটি অভিযোগ করেন।


Explore More Districts