জামালপুরের তিতপল্লায় সম্পত্তি থাকা সত্ত্বে ভূমিহীন সেজে সরকারী খাস জমি দখল ॥ প্রকৃত ভূমিহীনদের মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

জামালপুরের তিতপল্লায় সম্পত্তি থাকা সত্ত্বে ভূমিহীন সেজে সরকারী খাস জমি দখল ॥ প্রকৃত ভূমিহীনদের মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর




জামালপুরের তিতপল্লায় সম্পত্তি থাকা সত্ত্বে ভূমিহীন সেজে সরকারী খাস জমি দখল ॥ প্রকৃত ভূমিহীনদের মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর



জুয়েল রানা : জামালপুর সদর উপজেলার ১২নং তিতপল্লা ইউনিয়নের শিমুলতলী বন্দের বাড়ী গ্রামে ভূমিহীন না হয়েও, ভূমিহীন সেজে মোটা অংকের টাকা দিয়ে স্থানীয় প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারের ১নং খাস খতিয়ানের জলা ভূমি দখলে নিয়ে ওই জমির মালিকানা দাবী করেছেন একটি কুচক্রী মহল। পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের সেই জমি ও জলা ভুমি ব্যবহার করতে না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা উচ্ছেদ মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ উঠেছে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে মুক্তার আলীর বিরুদ্ধে। আর এই ঘটনায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রকৃত ভূমিহীনরা ।
গতকাল দুপুরে শিমুলতলী বন্দের বাড়ী এলাকায় আব্দুল খালেক ও তার ছেলে মুক্তার আলীর সরকারী খাস খতিয়ানের পর্তন কৃত জমি বাতিল এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে প্রকৃত ভূমি হীনরা । এ সময় ঘন্টা ব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন আব্দুল হাকিম, হাফিজুর রহমান, নজরুল ইসলাম ,আক্তার হোসেন, বকুল মিয়া, মতিউর সহ আরো অনেকে।
ভূমিহীন আব্দুল হাকিম জানান, তিতপল্লা মৌজার বিআর এস রের্কড মূলে দাগ নং ১১৯৯ ও বিআর এস ৩৩৮৮নং দাগে ২৮শতাংশ, ৩৩৮৯নং দাগে ২৭শতাংশ , ৩৩৯১নং দাগে ৭ শতাংশ,৩৩৯২নং দাগে ৭শতাংশ ও ৩৩৯৩নং দাগে ১৬ শতাংশ মোট ৮৫ শতাংশ খাস জমি আব্দুল খালেক তার ছেলে মুক্তার আলী কে ভুয়া ভূমিহীন দেখিয়ে ২০০১ ও ২০০২ সালে খাস খতিয়ানের জমি নিজের দখলে নিয়ে প্রকৃত ৮২জন ভূমি হীন পরিবার কে স্থায়ী উচ্ছেদের লক্ষে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে । তিনি আরো জানান, প্রকৃত ভূমিহীনদের ভোগ দখলে থাকা নতুন করে আরোও ১৬শতাংশ খাস খতিয়ানের জমি স্থানীয় প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজের মাধ্যমে খাস জমি পর্তন নিয়েছে। মুক্তার আলী সেই জমি থেকে দ্রুত ভূমিহীনদের সরানোর লক্ষে উচ্ছেদ মামলা দিয়ে হয়রানীর কথা জানান তিনি । এ বিষয়ে মুক্তার আলী বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি। অন্যদিকে তিতপল্লা ইউনিয়ন ভুমি অফিসে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।


Explore More Districts