জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুরের জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত – দৈনিক আজকের জামালপুর



এম.এফ.এ মাকাম : মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বিআরটিএ জামালপুর সার্কেলের আয়োজনে শহরের ফৌজদারী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। বিআরটিএ জামালপুরের মোটরযান পরিদর্শক-মো: মুনজিল হোসেনের সভাপতি তে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নওয়াজিস রহমান বিশ্বাস, টিআই জাহাঙ্গীর কবির, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ আব্দুস সোবহান, জেলা ট্রাক ট্র্যাংক লড়ি ও কভারভ্যান শ্রমিক ইউনিয়ননের সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন সহ আরো অনেকে। এ সময় বক্তারা মানসম্মত হেলমেট ব্যবহার করে নিরাপদ গতিতে গাড়ি চালানো, নেশাগ্রস্ত ও চোখে ঘুম নিয়ে গাড়ি না চালিয়ে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে চালকদের প্রতি বিশেষ আহবান জানানো হয়। পরে সড়ক ও জনপদ জামালপুর বিভাগের আয়োজনে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে শতাধিক হেলমেট বিতরণ করা হয়।


Explore More Districts