জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পুলিশ এসল্ট মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে জামালগঞ্জ থেকে তাকে আটক করা হয়। পরে তাঁকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভীমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। পরে জামালগঞ্জ থানার এসআই জুলহাস উদ্দিন বাদি হয়ে পেনাল কোড ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৪ ধারায় ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২০০ জনকে আসামী করে একটি মামলা রুজু করে। মামলা নম্বর—০২, তারিখ—০৬/০১/২০২২। সে মামলায় ধৃত আব্দুল মালেক এজাহারভুক্ত আসামী না হলেও ওইদিনের সিসি ক্যামেরা ফুটেজে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।
