জামায়াত নেতা নাসির উদ্দীন আশরাফুল ইসলাম বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ – দৈনিক আজকের জামালপুর

জামায়াত নেতা নাসির উদ্দীন আশরাফুল ইসলাম বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ – দৈনিক আজকের জামালপুর




জামায়াত নেতা নাসির উদ্দীন আশরাফুল ইসলাম বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ – দৈনিক আজকের জামালপুর


filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 2;
cct_value: 0;
AI_Scene: (200, 0);
aec_lux: 264.8147;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: -1;
weatherinfo: null;
temperature: 35;

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর, বাড্ডা পশ্চিম থানার যুব বিভাগের সভাপতি জামায়াতের নবীন রুকন মাদারগঞ্জের কৃতি সন্তান মির্জা মো. নাসির উদ্দীন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবেক ছাত্র নেতা হজরত শাহজালাল (র.) জেনারেল হাসপাতাল লিঃ ও বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিগত আওয়ামালীগ ফ্যাসিস্ট সরকারের সময় মিথ্যে মামলায় গ্রেফতার হয়ে তারা দুজন জেল খানায় বন্দি ছিলেন। হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিঃ এর ৯ম তলায় ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুলের সাথে জেলখানার জীবনের স্মৃতিচারণ করেন। এসময় ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো. মোখলেছুর রহমান, শিবির নেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।


Explore More Districts