জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ

জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ

২৬ October ২০২৫ Sunday ৪:৩৯:৫৫ PM

Print this E-mail this


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল নিক্ষেপ, প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির আব্দুল জলিল শরীফের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনার প্রতিবাদে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে সমাবেশ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌরসভার মোমেনিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত নিজ বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

সমাবেশে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমির মালেক মীর, পৌরসভা সেক্রেটারি আবুল বাশার ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ার।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল কালাম আজাদ বলেন, একজন সংসদ সদস্য প্রার্থীর বাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত নীলনকশার অংশ। এ হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

এমপি প্রার্থী শরীফ মোহাম্মদ আব্দুল জলিল বলেন,‎ হঠাৎ বিকট শব্দ পেয়ে আমরা বাইরে চলে আসি। একজনকে দৌড়ে যেতে দেখি। এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। আমাদের শান্ত পরিবেশকে বিঘ্নিত করার চেষ্টা করছে একটি মহল। প্রশাসনের কাছে অনুরোধ, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) কর্মকর্তা আব্দুল হালিম বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ। দোষীদের শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts