জাফলংয়ে ক্রাশার মেশিনে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান

জাফলংয়ে ক্রাশার মেশিনে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান

জাফলংয়ে ক্রাশার মেশিনে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ক্রাশার মেশিনের (পাথর ভাঙার কল) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

বুধবার (১৮ জুন) সকাল ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় অন্তত ৬৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

অভিযানে সহায়তা করেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মামুনুর রশিদ, প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, বনবিভাগের রেঞ্জ অফিসার মো. বিপ্লব হোসেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না।

এর আগে, গত শনিবার (১৪ জুন) জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে উপদেষ্টারা পাথর উত্তোলন ও পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ডিএস/আরএ

Explore More Districts