আপডেটঃ 6:48 pm | August 09, 2022

মোঃ নাজমুল হুদা মানিক ॥ স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও পরিচিত অনুষ্ঠানে স্বাশিপ ময়মনসিংহ বিভাগীয় সভাপতি অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল। স্বাশিপ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: নাদিরুজ্জামান নাদির ও মহানগর শাখার সাধারণ সম্পাদক ভাস্কর সেনগুপ্ত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাশিপ ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর এর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো: সামছুল বারী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আফতাব উদ্দীন প্রমুখ।
ময়মনসিংহ নগরীতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও স্বাচিপের ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৯ আগস্ট (২০২২) সকাল ১০টায় নগরীর নতুন বাজার ফ্রেন্ডস রেস্টুরেন্ট কনফারেন্স হলে স্বাশিপ ময়মনসিংহ বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ভালোবেসে মহান পেশা শিক্ষকতায় নিজেকে উৎসর্গ করতে শিক্ষকদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাশিপ নেতা অধ্যক্ষ জামাল উদ্দিন আহমেদ, অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, অধ্যক্ষ সুলতানা পারভীন, অধ্যাপক দিলরুবা শারমিন, অধ্যাপক মফিজুনুর খোকা, অধ্যাপক আব্দুল কাইয়ুম রোকন, নুরুজ্জামান তপন, অধ্যক্ষ আবু বকর, উপাধ্যক্ষ সৈয়দ মোশাররফ হোসেন বাচ্চু, অধ্যক্ষ একেএম ওবায়দুল্লাহ, অধ্যাপক বিলকিস খানম পাপড়ী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক এনায়েতুর রহমান।
