বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো করে আবারও আলোচনায় আসা উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চান। ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনগুলোতেও ভালো খেলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

২৮ বছর বয়সী এই ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট, ৩৮টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন। সর্বশেষ ২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন বিজয়। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভরাডুবির পর দল থেকে বাদ পড়েন তিনি, আর সুযোগ পাননি।
Advertisment
তবে বিপিএলে ভঙ্গুর দল সিলেটকে আশায় বসতি গড়তে সাহায্য করেছিলেন তিনি। বিপিএল শেষ করে বিজয় জানালেন, এবারও তার ‘পাখির চোখ’ জাতীয় দল।
তিনি বলেন, ‘আমি তো অবশ্যই চাইব জাতীয় দলে ফেরার জন্য। কখনই জাতীয় দল থকে দূরে রাখতে চাই না। তিন ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। নিজেকে সবসময় প্রস্তুত রাখার চেষ্টা করি। সেজন্য মনোযোগ অনেক বেশি ছিল।’

৭৮ রানের ঝলমলে এক ইনিংস খেলা বিজয়ের পুরো আসরে ৩০ পেরোনো ইনিংস ছিল পাঁচটি। এর মধ্যে তিনটিই থেমেছে চল্লিশের ঘরে (৪৫, ৪৬, ৪৭)। ৩১.১১ গড় ও ১২১.৭৩ স্ট্রাইক রেটে ব্যাট করা বিজয় লিগ পর্ব শেষে ২৮০ রান নিয়ে অবস্থান করছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার পঞ্চম স্থানে।
ভালো শুরুর পরও ইনিংসগুলো আরও বড় করতে না পারার আক্ষেপ তার। বিজয় বলেন, ‘ইনিংসগুলো আরও বড় হলে দলের জন্য আরও বেশি অবদান রাখতে পারতাম। যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। সামনে চেষ্টা করব ভালো খেলার।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।