ফেনী | তারিখঃ August 16th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 1666 বার

সংবাদ বিজ্ঞপ্তি->>
১৫ আগষ্ট মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন হক প্যালেসে অবস্থিত লায়ন্স ক্লাব অব ফেনীর কার্যালয়ে ফেনী লিও ক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে একবেলা খাবারের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লিও এ.বি.এস ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর কাউন্সিল অব চীফ এডভাইজর টু ডিজি লায়ন আলহাজ্ব রুহুল আমীন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মন্জুরুল ইসলাম ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব ফেনীর আইপিপি ও জেলা রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এ.কে.এম রফিকুল হক নিপু, জোন চেয়ারপার্সন লায়ন আবদুর রহমান সুজন, লায়ন্স ক্লাব অব ফেনীর সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট এম. শাহাজাহান সাজু, লায়ন্স ক্লাব অব ফেনীর জয়েন্ট সেক্রেটারী লায়ন তোফায়েল আহমেদ রনি, ফেনী লিও ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও দৈনিক মানবজমিন এর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, মারকায আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনোয়ার হোসেন।
সেক্রেটারী লিও মোজাম্মেল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লিও ইউসুফ আহম্মেদ নিষাদ, লিও সদস্যবৃন্দ, মারকায আলী মাদ্রাসার ছাত্রবৃন্দ।
লায়ন এ.কে.এম রফিকুল হক নিপু তার বক্তব্যে লিওদেরকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের সারথি হতে আহ্বান জানিয়েছেন এবং লায়ন এডভোকেট এম. শাহাজাহান সাজু ১৫ আগষ্টের সেই রক্তাক্ত ইতিহাস লিওদের মাঝে তুলে ধরেন ও সবাইকে প্রকৃত ইতিহাস জেনে বঙ্গবন্ধুর আদর্শে প্রতিষ্ঠিত হয়ে ফেনীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে আহ্বান জানান।
আলোচনা সভা, শহীদদের জন্য দোয়া ও কুইজ প্রতিযোগিতার প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন লিও নাহিদ রহমান এবং মাদ্রাসা ছাত্রদের নিয়ে দুপুরের খাবার প্রোগ্রামের চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন লিও সানজিদা ইসলাম অনামিকা।