জাতীয় শোক দিবসে রংপুর প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সাংবাদিকদের ঐতিহ্যবাহি সংগঠন রংপুর প্রেসক্লাব। ১৫ আগস্ট রোববার দিনব্যাপী গৃহীত কর্মসূচি পালন করা হবে ।
সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একেএম মঈনুল হক জানান, কর্মসূচির মধ্যে রোববার সকাল সাতটায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোব্যাজ ধারণ। ওই দিন সকাল ১০টায় নগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় ক্লাব মিলনায়তনে শোকসভা শেষে জাতির জনক ও বঙ্গমাতাসহ শাহাদাত বরণকারী পরিবারের অন্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদসহ সকল সদস্যদেরকে উপস্থিত থেকে প্রতিটি আয়োজনে অংশগ্রহনের জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনের সভাপতি মাহাবুব রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার রফিক।