জাতীয় যুব জোট সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ এম জাকারিয়া সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির আহমদ।এ কমিটিতে মোট ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন-তাজুদ্দিন সোহাগ, মিহির দাশ, আবিদূর রহমান, পার্থ চন্দ্র ঋষি, রিংকু ঋষি, জয় চন্দ্র ঋষি, উজ্জ্বল দত্ত, তরুণ পাল, রনি ঋষি, জনি ঋষি, স্বপন চন্দ্র ঋষি, মিলন কান্ত ঋষি অন্যান্য সদস্যবৃন্দ।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এডভোকেট জাকির আহমদ এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম শামীম। তাঁরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং জাতীয় যুব জোটকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও যুবসমাজের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় যুব জোট সিলেট জেলা শাখা সক্রিয় ভূমিকা পালন করবে এবং সংগঠনের আদর্শ বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।


