আপডেটঃ 11:49 am | April 29, 2022

ইব্রাহিম মুকুট ঃ “নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ভালুকা শিল্পাঞ্চলের শিল্পাঞ্চল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা এবং বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আফতাব উদ্দিন। বৃহস্পতিবার ২৮ এপ্রিল (২০২২) ময়মনসিংহের কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজনে এবং জেলা প্রশাসন ময়মনসিংহ এর সহযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বুলবুল আহমেদ। এর আগে এক বর্ণাঢ্য রেলি নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় শেষ হয়।আলোচনাসভায় কলকারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রতিনিদিদের আহবান জানানো হয়।অনুষ্ঠান পরিচালনা করেন নন্দন চক্রবর্তী। এসময় আব্দুল্লাহ আল মামুনসহ কলকারখানা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
